Logo
Logo
×

সারাদেশ

মেঘনা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

Icon

বরিশাল ব্যুরো ও হিজলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১১:৪৭ পিএম

মেঘনা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার দুর্গাপুর এলাকায় মেঘনা নদী থেকে মোস্তফা বেগম (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে দুর্গাপুর এলাকায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ।

মোস্তফা বেগম হরিনাথপুর ইউনিয়ন টুমচর গ্রামের মৃত খলিলুর রহমান ভূঁইয়ার স্ত্রী। বাড়ি নদীতে ভাঙার কারণে ছেলেদের সঙ্গে ঢাকায় থাকতেন তিনি।

মোস্তফা বেগম তার ভাতিজির বাড়িতে টুমচর বেড়াতে এলে সেখান থেকে গত ১৩ আগস্ট তিনি নিখোঁজ হন। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে হিজলা থানায় জানানো হয়।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হিজলা থানার ইউডি মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম