
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম
রাজবাড়ীতে বর্তমান ও সাবেক চেয়ারম্যান করোনায় আক্রান্ত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৯:৫৫ পিএম

রাজবাড়ি
আরও পড়ুন
রাজবাড়ীর বর্তমান ও সাবেক চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন- রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট এমএ খালেক।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তারা দু’জন গত ১৩ আগস্ট জেলা সদর হাসপাতালে নমুনা জমা দিয়েছিলেন। গত রোববার তাদের দু’জনের পরীক্ষার রিপোর্টই পজিটিভ এসেছে।
ফকীর আব্দুল জব্বারের ছেলে ফকীর রুমন এবং এমএ খালেকের ছেলে এমএ খালেদ পাভেল জানান, চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তারা দু’জনেই হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী গত রোববার আরও ৯৩ জনসহ এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪ জনে। এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে মোট ৮ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার মধ্যে ৮ হাজার ৯০ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ৬২ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৮ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৮ জন মারা গেছেন। এছাড়া ৩৩ জন হাসপাতালে ভর্তি এবং ৮৮৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।