Logo
Logo
×

সারাদেশ

শোক সভায় জেলা রেজিস্ট্রার

বঙ্গবন্ধুর খুনিদের বিচারে জাতি কলঙ্কমুক্ত হয়েছে

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৮:০৩ পিএম

বঙ্গবন্ধুর খুনিদের বিচারে জাতি কলঙ্কমুক্ত হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হকের সভাপতিত্বে রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক বলেন, ১৫ আগস্টের খুনিদের বিচারের মাধ্যমে জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইতিহাসের ঘৃণিত এ হত্যাকাণ্ডের বিচার হওয়া খুবই প্রয়োজন ছিল। আর এ বিচারকার্য সম্পাদনে সম্মুখসারিতে থেকে  দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন আমাদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

‘জাতির জনকের জন্মই হয়েছিল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে’ উল্লেখ করে জেলা রেজিস্ট্রার বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে বাঙালি জাতিকে এগিয়ে যেতে হবে। বর্তমানে তারই সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে চলেছেন দুর্বারগতিতে। তাই বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে অন্তরে লালন করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে তার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। গড়তে হবে স্বপ্নের সোনার বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লার সাবরেজিস্ট্রার মো. হায়দার আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন- দলিল লেখক সমিতি, কাজী সমিতি, তল্লাশকারক সমিতি, নকলনবিস সমিতি, এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতা ও কর্মকর্তা কর্মচারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম