শাহজাদপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ০৬:৩৪ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার সকালে বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের অকাল প্রয়াণে দোয়া মাহফিল,কাঙালিভোজ,শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।যুগান্তর
সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার সকালে বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের অকাল প্রয়াণে দোয়া মাহফিল,কাঙালিভোজ,শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুর ফকরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল চত্বরে যুগান্তর স্বজন সমাবেশ,পূরবী থিয়েটার ও ভোর হলো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পূরবী থিয়েটারের সভাপতি, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর শাখার উপদেষ্টা কবি মমতাজ উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন- যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শাহবাজ খান সানি, সাংবাদিক, নাট্যকার ও কবি ম.জাহান,ফকরুল মেমেরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, সহকারী শিক্ষক আব্দুল মতিন, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, এনামুল হক, বাকি বিল্লাহ, সাইদুল ইসলাম, স্বজন সদস্য জাহাঙ্গীর হোসেন, সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অন্যতম সফল শিল্প উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তাদের বেকারত্ব দূর করেছেন। তার এ অসময়ে চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি হল।
অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা ও কলেজ শাখা,পূরবী থিয়েটার ও ভোর হলো সংগঠনের সব সদস্য এবং ফকরুল মেমেরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।