Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে পিকআপ উল্টে ২ যাত্রী নিহত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ১১:২৪ এএম

গাজীপুরে পিকআপ উল্টে ২ যাত্রী নিহত

ছবি: যুগান্তর

গাজীপুরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপভ্যান উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি নেত্রকোনায়।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মসিংহের দিকে যাচ্ছিল।

সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর পৌঁছালে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই পিকআপের দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম