Logo
Logo
×

সারাদেশ

ভাসানচরের কাছে চিনিবোঝাই লাইটারেজ জাহাজ ডুবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:৫১ পিএম

ভাসানচরের কাছে চিনিবোঝাই লাইটারেজ জাহাজ ডুবি

ফাইল ছবি

ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে অপরিশোধিত চিনিবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

শনিবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত বড় জাহাজ থেকে অপরিশোধিত চিনি নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল এমভি সিটি-১৪ নামের জাহাজটি। এটি সিটি গ্রুপের মালিকানাধীন।

জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, দুই হাজার টনের মতো অপরিশোধিত চিনি নিয়ে এমভি সিটি-১৪ লাইটারেজটি বন্দরের বহির্নোঙ্গর থেকে গভীর রাতে রওনা দেয়।

“হাতিয়া চ্যানেলের ডাউনে ঠেঙ্গারচরের কাছে ভাসানচরের অদূরে অতিরিক্ত ঢেউয়ের কারণে জাহাজের হ্যাজে পানি প্রবেশ করে ডুবে যায়। ডুবে যাওয়ার পর জাহাজটিকে ঠেঙ্গারচরের তীরের কাছে নিয়ে যাওয়া হয়েছে।”

 ওই পথ দিয়ে যাওয়া অপর লাইটারেজ জাহাজ এমভি রূপসী-১ ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে। এ দুর্ঘটনার ফলে হাতিয়া চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বাধা নেই বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম