Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালীতে গোসল করতে গিয়ে ২ বোনের মৃত্যু

Icon

পটুয়াখালী ও দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০৫:৩৮ পিএম

পটুয়াখালীতে গোসল করতে গিয়ে ২ বোনের মৃত্যু

পটুয়াখালী শহরে পুকুরে গোসল করতে গিয়ে বৃষ্টি (৯) ও প্রিয়ঙ্কা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সর্ম্পকে মামাতো-ফুফাতো বোন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

বৃষ্টি তৃতীয় ও প্রিয়ঙ্কা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানান বৃষ্টির বাবা নিখিল ঋষি।

শহরের তিতাসপাড়া এলাকার ঋষিপল্লীর বাসিন্দা নিখিল ঋষি জানান, ঘটনার আগে পরিবারের সদস্যদের সঙ্গে বৃষ্টি, প্রিয়ঙ্কাসহ অন্য শিশুরা গোসলে ফরেস্ট কলোনির (বর্তমানে মেয়র লেক নামে পরিচিত) পুকুরে যায়। গোসল শেষে বৃষ্টি ও প্রিয়ঙ্কাকে দেখতে না পেয়ে বাড়ির লোকদের খবর দেয়া হয় এবং পুকুরে তল্লাশি চালায়।

এসময় পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহত প্রিয়ঙ্কার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জে। প্রিয়ঙ্কা মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম