Logo
Logo
×

সারাদেশ

জাদুকাটার নৌপথে আড়াই লাখ টাকার ভারতীয় কাঠের চালান আটক

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১১:০৭ পিএম

জাদুকাটার নৌপথে আড়াই লাখ টাকার ভারতীয় কাঠের চালান আটক

সীমান্ত নদী জাদুকাটার নৌপথে ভারত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি চোরাই গোল কাঠের চালান আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।

শুক্রবার সন্ধ্যায় ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম যুগান্তরকে বলেন, জব্দ তালিকা শেষে চোরাই কাঠের চালান সুনামগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ওপার-এপারের একদল সংঘবদ্ধ চোরাকারবারি গোপন সমঝোতার ভিত্তিতে তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার নৌপথ ব্যবহার করে বিজিবির নজর এড়িয়ে ভারতীয় একটি গোল কাঠের চালান ভাসিয়ে নিয়ে আসে। বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে জাদুকাটা হতে বৃহস্পতিবার রাতে ওই কাঠের চালানটি আটক করা হয়।

ওই কাঠের চালানটিতে প্রায় ৬১.৬২ ঘনফুট ভারতীয় গোল কাঠ রয়েছে। যার সরকারি মূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা বলে জানান লে. কর্নেল মো. মাকসুদুল আলম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম