Logo
Logo
×

সারাদেশ

প্রেমের টানে ঘরছাড়া তরুণীর লাশ মিলল দিনাজপুরের লিচুগাছে

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১০:৫৪ পিএম

প্রেমের টানে ঘরছাড়া তরুণীর লাশ মিলল দিনাজপুরের লিচুগাছে

দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে লতা রায় (১৭) নামে এবারের এসএসসি পরীক্ষায় পাস করা এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে প্রেমের টানে ঘর ছাড়ে ওই তরুণী।

লতা রায় খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার গ্রামের মৃত ধনেশ্বর চন্দ্র বর্মণের মেয়ে। শুক্রবার সকালে পুলিশ পার্শ্ববর্তী ভাবকি ইউনিয়নের আগ্রা গ্রামের শেখপাড়ায় লিচুগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, লতা রায় খানসামা উপজেলার মৈত্রী উচ্চ বিদ্যালয় হতে ২০২০ সালে এসএসসি পাস করে। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে প্রতিবেশী এক কাকার বাড়িতে আশ্রিত ছিল লতা। বৃহস্পতিবার রাত ১০টার পর পরিবারের কাউকে না জানিয়ে প্রেমের টানে স্কুলব্যাগে মুঠোফোন, টাকা, কাপড়-চোপড় ও অলংকার নিয়ে বাড়ি থেকে বের হয়।

রাত সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন তার শয়নকক্ষে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজির পর রাত প্রায় ২টার দিকে রাস্তার পাশে লিচুগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদে বিষয়টি অবগত করলে শুক্রবার সকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম