Logo
Logo
×

সারাদেশ

শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১০:৩১ পিএম

শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

মুন্সিগঞ্জ

শ্রীনগরে মাছ ধরতে গিয়ে জাল পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাতেম মোড়ল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়ৈগাঁও উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। হাতেম মোড়ল ওই গ্রামের কালাচাঁন মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে জাল পাতাকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিবেশী আজমদের ও সাদেকের সাথে হাতেম মোড়লের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতেমকে তারা কিল-ঘুষি ও লাথি মারে। এ সময় হাতেম রাস্তার উপর অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক এলাকাবাসী হাতেমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম