মুন্সীগঞ্জে বেড়াতে এসে নৌকা উল্টে ৩ ভাইবোনের মৃত্যু

যুগান্তর রিপোর্ট, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১০:২৫ পিএম

নৌকা উল্টে মৃত্যু। প্রতীকী ছবি
বেড়াতে এসে নৌকায় ঘুরতে গিয়ে নৌকা উল্টে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা মামাতো ফুফাত ও খালাতো ভাইবোন। শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হল- সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের উত্তর গুহেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. আরাফাত (৮), পশ্চিম দেওভোগ গ্রামের আজিম হোসেনের মেয়ে হাফসা আক্তার (৭), ঢাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা (১২)। তারা মামাতো ফুফাত ও খালাতো ভাইবোন বলে জানা গেছে।
মৃত আরাফাতের চাচা মো. আনোয়ার হোসেন জানান, দুই দিন আগে আরাফাতের সুন্নাতে খাৎনার অনুষ্ঠানে এসেছিল তারা। স্থানীয় একটি পুকুরে নৌকা দিয়ে ৮-৯ জন শিশু ঘুরছিল। এক পর্যায়ে নৌকা উল্টে ডুবে যায়। এ সময় বাকিরা উদ্ধার হলেও তিন শিশু নিখোঁজ থাকে।
৩০ মিনিট ধরে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান ৩ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।