Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চাচা ও ভাতিজার 

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১২:১৬ পিএম

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চাচা ও ভাতিজার 

ঢাকার অদূরে ধামরাইয়ে বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার সকাল ৭টার  দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এক্সেল কন্ট্রোল লোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাখাল চন্দ্র দাস (৩৭) ও নরেন্দ্র চন্দ্র দাস (৩১)। তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায়। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। 

পুলিশ ঘটনাস্থলে আসার আগেই নিহতদের লাশ নিয়ে গেছেন স্বজনরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ইটবোঝাই একটি ট্রাক বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের কেবিনে থাকা দুজনই ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৭ জন।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের কন্ট্রোল রুম জানায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে নিয়ে গেছেন স্বজনরা। এ ব্যাপারে ধামরাই থানায় সড়ক ও পরিবহন দুর্ঘটনা আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান মাসুদ যুগান্তরকে বলেন, এ ব্যাপারে এখনও অভিযোগ পাওয়া যায়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম