Logo
Logo
×

সারাদেশ

নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ, দুই বন্ধু আটক

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১১:১৮ পিএম

নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ, দুই বন্ধু আটক

ঢাকার ধামরাইয়ে দুই বন্ধুর সঙ্গে বংশী নদীতে গোসল করতে গিয়ে মো. লিখন হোসেন নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর লিখনকে নিয়ে যাওয়া দুই বন্ধুকে আটক করা হয়েছে।

মো. লিখন হোসেন ধামরাই পৌরশহরের ৫নং ব্লকের ঘড়িদারপাড়া মহল্লার মো. আবুল হোসেনের ছেলে। সে পৌরশহরের রফিক রাজু ক্যাডেট একাডেমির ৯ম শ্রেণির ছাত্র ছিল। সে দৈনিক জনতার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আলো খানের মেয়ের ঘরের নাতি।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরাতনগর মডেল টাউনের লিমন ও পাঠানটোলা মহল্লার বন্ধু লিটন মোটরসাইকেল নিয়ে লিখনদের বাড়িতে আসে। এরপর তারা সদর ইউনিয়নের হাজিপুর এলাকায় নবনির্মিত দৃষ্টিনন্দন বংশী সেতুর তলদেশে গোসল করার কথা বলে বের হয়ে যায়।

দুপুর আড়াইটার দিকে ওই দুই বন্ধু লিখনদের বাড়িতে এসে তার মায়ের কাছে জানায়, লিখন গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবরে বাড়ির সবাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডুবুরি ও জেলেদের ঘের জাল দিয়ে তল্লাশি চালায়। এ ঘটনা জানতে পেরে পুলিশ লিখনের ওই দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিখোঁজ ওই স্কুলছাত্রের পিতা বলেন, তারা তিনজন খুব ঘনিষ্ঠ বন্ধু। তাই ওদের সঙ্গে যেতে ছেলেকে নিষেধ করিনি।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, ওই দুই বন্ধু বাড়ি থেকে লিখনকে ডেকে নিয়ে একই মোটরসাইকেলে যায়। ওই দুইজনই লিখনের সন্ধান দিতে পারবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম