Logo
Logo
×

সারাদেশ

ফতুল্লায় রিকশার গ্যারেজ থেকে ম্যানেজারের লাশ উদ্ধার

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৯:৪৯ পিএম

ফতুল্লায় রিকশার গ্যারেজ থেকে ম্যানেজারের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রিকশার গ্যারেজ থেকে আব্দুল কাদের নামে ওই গ্যারেজের ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে ফতুল্লার লামাপাড়া এলাকার নূর মোহাম্মদের রিকশা গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। 

নিহত আব্দুল কাদের (৩৫) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার আমপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কাদের ওই গ্যারেজের ম্যানেজার পদে চাকরি করতেন এবং গ্যারেজেই থাকতেন।

নিহতের ভাই চাঁন মিয়া বলেন, রাতে রিকশার ভাড়া তুলে গ্যারেজেই ঘুমিয়ে পড়েন কাদের। সকালে গ্যারেজে লোকজন এসে তার মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর পুলিশ এসে লাশ নিয়ে যায়। আব্দুল কাদেরের স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে গ্রামের বাড়িতে।

এ বিষয়ে এসআই বায়েজিদ জানান, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম