Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে বাবাকে কুপিয়ে জখম করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৩:০১ পিএম

ফরিদপুরে বাবাকে কুপিয়ে জখম করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দায় বাবাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম ফকির (৩৫)।

 বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

আহত বাবা আছিরুদ্দিন ফকির (৬২) নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের মৃত আলতাফ ফকিরের ছেলে ও ছাইফুন্নেছা জামে মসজিদের মোয়াজ্জিন।

এ ঘটনায় ছেলে শহিদুলকে আটক করেছে পুলিশ।

 জানা যায়, বৃহস্পতিবার ভোরে মসজিদের মাইকে ফজরের আজান দিচ্ছিলেন আছিরুদ্দিন ফকির। এ সময় মোয়াজ্জিন আছিরুদ্দিনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে তার ছেলে শহিদুল ইসলাম। মুয়াজ্জিন আছিরুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আছিরুদ্দিন ফকির গোড়াইল গ্রামের ছাইফুন্নেছা জামে মসজিদের মুয়াজ্জিন। বৃহস্পতিবার ভোরে ফজরের আজান দিচ্ছিলেন তিনি। আজান শেষ না হতেই আছিরুদ্দিন ফকিরের আত্মচিৎকার শুনতে পান প্রতিবেশীরা।

তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মুয়াজ্জিন আছিরুদ্দিন রক্তাক্ত জখম অবস্থায় তার ছেলে শহিদুলকে জাপটে ধরে আছেন। শহিদুলের হাতে এ সময় ধারালো একটি ছুরি ছিল।

আহত আছিরুদ্দিনের শরীর থেকে এ সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মসজিদের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল।

প্রতিবেশী আজিজ মাতুব্বরসহ স্থানীয়রা বলেন, আমরা গ্রামবাসী মসজিদ থেকে আহত আছিরুদ্দিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে নেয়ার পথে আহত আছিরুদ্দিন বলেন, হত্যা করতে আমাকে ছুরি দিয়ে কুপিয়েছে শহিদুল। ওকে তোরা ধর, ছাড়িস না। আমি মনে হয় বাঁচব না। আমি মারা গেলে জমি আমার দুই মেয়ে ও নাতিদের দিস। শহিদুল যেন আমার কোনো সম্পত্তি না পায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম