Logo
Logo
×

সারাদেশ

কোটালীপাড়ায় শিক্ষা অফিসার করোনায় আক্রান্ত

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:৪৯ এএম

কোটালীপাড়ায় শিক্ষা অফিসার করোনায় আক্রান্ত

অরুণ চন্দ্র ঢালী। ছবি: যুগান্তর

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে অরুণ চন্দ্র ঢালীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

করোনার শুরু থেকে অরুণ চন্দ্র ঢালী সরকারি ত্রাণ বিতরণসহ দাফতরিক বিভিন্ন কাজ করেছেন বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, করোনা উপসর্গ নিয়ে গত ১০ আগস্ট উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

মঙ্গলবার সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিকভাবে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম