Logo
Logo
×

সারাদেশ

এমপি মোকাব্বিরের গাড়িতে হামলায় যুবলীগ নেতা আটক

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৯:৪৯ এএম

এমপি মোকাব্বিরের গাড়িতে হামলায় যুবলীগ নেতা আটক

দবির মিয়া। ছবি: যুগান্তর

সিলেট-২ আসনের এমপি ও গণফোরাম নেতা মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতা দবির মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

গ্রেফতার দবির মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি উপজেলার মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সজিদ আলীর ছেলে।

মঙ্গলাবর রাত ১০টার দিকে হাবড়াবাজার থেকে তাকে আটক করে থানায় নেয়া হয়েছে।

বিশ্বনাথ থানার ওসি শামিম মুসা জানান, ১০ আগস্ট মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের সময় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে।

গত সোমবার দুপুরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় তিনি উপস্থিত হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নিজেই অভিযোগ করেন।

তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর সংসদে না যাওয়ার জন্য অনেক হুমকি এসেছিল। জনগণের সেবা করার জন্য তারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন। তখনই তো জীবনের মায়া ছেড়ে সংসদে গিয়েছি। আমার ওপর সন্ত্রাসী হামলাকে ভয় পাই না।

তিনি এ সন্ত্রাসী হামলাকে দুঃখজনক বলে সভায় উপস্থিত থানার ওসি শামীম মুসাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর পূর্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান এমপির গাড়িতে হামলার নিন্দা জানান।

তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে এমপির গাড়িতে সন্ত্রাসী হামলায় প্রমাণ করে যে, বিশ্বনাথ উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম