Logo
Logo
×

সারাদেশ

বরিশালে জন্মাষ্টমী উৎসব পালন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৯:০৩ পিএম

বরিশালে জন্মাষ্টমী উৎসব পালন

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালিত হয়েছে বরিশালে। এবার কোনো র্যা লি বের করা না হলেও মন্দিরে মন্দিরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পূজা করা হয় শ্রীকৃষ্ণের।

মঙ্গলবার সকাল থেকেই নগরীর রাধা শ্যাম সুন্দর মন্দির ও রামকৃষ্ণ মিশনে নানা আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয় মন্দিরগুলোতে। এছাড়া নগরীর ধর্মরক্ষিণী সভাগৃহে সন্ধ্যা ৭টায় পূজানুষ্ঠান হয়।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, করোনাভাইরাসের বিষয়টি মাথায় রেখে সব মন্দিরেই সামাজিক দূরত্ব নিশ্চিত করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম