Logo
Logo
×

সারাদেশ

কাঁচপুরে ২ পরিবহন চাঁদাবাজ আটক করেছে র‌্যাব 

Icon

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০২:৩৯ এএম

কাঁচপুরে ২ পরিবহন চাঁদাবাজ আটক করেছে র‌্যাব 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজি করার সময় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছেন র‌্যাব ১১-এর সদস্যরা।

সোমবার চালানো ওই অভিযানে র‌্যাব সদস্যরা চাঁদাবাজির সাত হাজার ৩০০ টাকাসহ জিয়াউর রহমান জিয়া (২৫) ও মো. বাপ্পি মিয়া (৪০) নামে দুই চাঁদাবাজকে আটক করেন। 

এ ঘটনায় সোমবার রাতে র‌্যাব বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা করে।

র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় জিয়াউর রহমান জিয়া ও মো. বাপ্পি মিয়ার নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। 

কোনো পরিবহন মালিক-শ্রমিক চাঁদা দিতে অস্বীকার করলে হামলার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়িপ্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করত। সোমবার দুপুরে র‌্যাব-১১ সদস্যরা কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই ২ পরিবহন চাঁদাবাজ জিয়াউর রহমান জিয়া ও মো. বাপ্পি মিয়াকে আটক করে। এ সময তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদাবাজির সাত হাজার ৩০০ টাকা।

সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত দুই চাঁদাবাজসহ চার চাঁদাবাজের বিরুদ্ধে রাতে সোনারগাঁও থানায় র‌্যাব ১১-এর ডিএডি কামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম