
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম
লালমোহনে কৃষি প্রযুক্তি মেলা ও সেচযন্ত্র বিতরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৯:৫৯ পিএম

ভোলার লালমোহনে কৃষি প্রযুক্তি মেলা ও সেচযন্ত্র বিতরণের উদ্বোধন করা হচ্ছে। যুগান্তর
আরও পড়ুন
ভোলার লালমোহনে কৃষি প্রযুক্তি মেলা ও সেচযন্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ সেচযন্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন,বর্তমান সরকার কৃষিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং কৃষি ও কৃষকের জন্য করোনাকালীন বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে। দেশ ও দেশের মানুষের প্রকৃত সমৃদ্ধির পথ হচ্ছে কৃষি উন্নয়ন।
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় থেকে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এছাড়াও সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে লালমোহন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এবং ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।