Logo
Logo
×

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিহত ২

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৯:৪৩ এএম

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিহত ২

বঙ্গোপসাগর

কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবিতে দুই জেলে নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ট্রলারে থাকা অপর ছয় জেলেকে।

শুক্রবার রাতে বঙ্গোপসাগরের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে চার নং বয়া এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

নিহত দুই জেলে হলেন- ইসা সিকদার (৩৫) ও আলম মোল্লা (৫৫)। তাদের বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ৬ আগস্ট ৮ জেলে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যাত্রা করে। ৭ আগস্ট রাত ১১টার দিকে হঠাৎ সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি বঙ্গোপসাগরের চার নং বয়া এলাকায় ডুবে যায়।

এ সময় ট্রলারের ছয় জেলে অন্য জেলেদের সহায়তায় প্রায় ১০ ঘণ্টা ভাসার পর উদ্ধার হলেও নিখোঁজ থাকেন দুই জেলে। উদ্ধার হওয়া জেলেরা হলেন- নজরুল মোল্লা, জহিরুল মোল্লা, সেলিম খান, বাদল হাওলাদার, রুবেল চৌকিদার ও পনু খান। 

শনিবার ভোরে নিখোঁজ দুই জেলের লাশ ডুবে যাওয়া ট্রলারের ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে বলে, পুলিশ কর্মকর্তা জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম