ফরিদপুরে কয়েলের আগুনে ৪ ঘর ভস্মীভূত
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ১০:২৮ এএম
ফাইল ছবি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মশার কয়েল থেকে আগুন লেগে চার ঘর পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নগরকোন্দা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, রাতে উপজেলার বিনোকদিয়া গ্রামে মৃত সোনাউল্লাহ মাতুব্বরের ছেলে হালিম মাতুব্বরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে হালিম মাতুব্বরের দুটি বসতঘর, একটি রান্নাঘর এবং একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।