ফতুল্লায় পানিবন্দি মানুষের মধ্যে ইউএনওর ত্রাণ বিতরণ
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ১২:০৯ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পানিবন্দি ৫শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় শুক্রবার বিকালে তিনি ওই ত্রাণ বিতরণ করেন। বিতরন করা ত্রাণের মধ্যে ছিল- প্রত্যেকের জন্য ৫ কেজি করে চাল ও শুকনো খাবার।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের সহযোগিতায় ইউএনও ওই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
নাহিদা বারিক বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। পানিবন্দি এসব পরিবারের প্রতি উপজেলা প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। সরকারিভাবে তাদের সহযোগিতা করা হবে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- কাশিপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার শামীম আহমেদ, ২নং ওয়ার্ড মেম্বার এমদাদুল হক খোকা, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, যুবলীগ নাজমুল হাসেম সাজন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা, জুয়েল, সেলিম, ছাত্রলীগ নেতা মাহাবুব সৌরভ, যুবলীগ নেতা মো. শরীফ প্রমুখ