Logo
Logo
×

সারাদেশ

নদীতে ডুবে জাবি শিক্ষার্থীর মৃত্যু

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০১:৩১ এএম

নদীতে ডুবে জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৮ তম ব্যাচের (২য় বর্ষ) শিক্ষার্থী আল মোহায়মিন সিয়াম নদীতে ডুবে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার পৌনে ৪টার দিকে তিনি মারা যান বলে তার বন্ধুরা নিশ্চিত করেছেন।

সিয়ামের গ্রামের বাড়ি বগুড়া জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

সিয়ামের সঙ্গে থাকা তার বন্ধু জাবির বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের শিক্ষার্থী রোহান জানান, ‘সিয়াম ও আমরা কয়েকজন বন্ধু গাইবান্ধার হাসবাড়ির করতোয়া শাখা নদীতে দুপুর ১টার দিকে গোসল করতে যাই। আমরা গোসল করে ওঠার সময় দেখি সিয়াম ও আমার আরেক বন্ধু সাজিদ ডুবে যাচ্ছে। পরে আমরাসহ গ্রামের মানুষজন এসে সিয়াম ও সাজিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতলে নেয়ার পর চিকিৎসকরা সিয়ামকে মৃত ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম