সীমান্ত থেকে ২৮ কেজি ভারতীয় রুপা জব্দ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৭:৪০ পিএম
![সীমান্ত থেকে ২৮ কেজি ভারতীয় রুপা জব্দ](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/08/07/image-332582-1596807623.jpg)
শার্শা
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে গোগা সীমান্তের গাজিপাড়া মাঠ থেকে এসব রুপা জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ রুপার একটি চালান গোগা সীমান্তের গাজিপাড়া মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে সকালের দিকে গাজিপাড়া মাঠে অভিযান চালিয়ে ২৮ কেজি রুপা জব্দ করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে শার্শা থানায়।