Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে ট্রেনের টিকিটসহ ২ কালোবাজারি গ্রেফতার 

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১২:৪৯ পিএম

রাজশাহীতে ট্রেনের টিকিটসহ ২ কালোবাজারি গ্রেফতার 

লিয়াকত হোসেন ও রিমন হোসেন। -যুগান্তর

রাজশাহীতে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর শিরোইল কাঁচাবাজার বাস্তুহারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- লিয়াকত হোসেন (৪৬) ও রিমন হোসেন (৩২)। তারা দুজনেই বাস্তহারা মহল্লার বাসিন্দা। 

ডিবির উপপুলিশ কমিশনার (ডিসি) আবু আহাম্মদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর শিরোইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রেলের ১৩টি টিকিটসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। টিকিটগুলোতে ৩৯টি সিট আছে। টিকিট কালোবাজারির সঙ্গে তারা জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

জিজ্ঞাসাবাদ শেষে লিয়াকত ও রিমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম