Logo
Logo
×

সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

খুলনা ব্যুরো 

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১১:১৬ পিএম

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নগরীর বয়রা পুলিশ লাইনের সামনে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মফিজ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তহমিনা ও সোহেল নামে দুইজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ইজিবাইকটি খালিশপুর থেকে সোনাডাঙ্গা আসার পথে বয়রা পুলিশ লাইনের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করেছে পুলিশ।

জানা যায়, নগরীর খালিশপুর থানাধীন চরের হাট এলাকার বাসিন্দা হোটেল কর্মচারী সোহেল ও তার স্ত্রী তহমিনা ইজিবাইকে করে সোনাডাঙ্গা আসছিল। ইজিবাইকটি বয়রা পুলিশ লাইনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক মফিজ (৪৫) নিহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম