Logo
Logo
×

সারাদেশ

গিনেস বুকে রেকর্ড গড়ায় জুবায়েরকে বরিশাল জেলা প্রশাসনের সংবর্ধনা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০১:০৪ পিএম

গিনেস বুকে রেকর্ড গড়ায় জুবায়েরকে বরিশাল জেলা প্রশাসনের সংবর্ধনা

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থী আশিকুর রহমান জুবায়ের ফুটবল নৈপুন্য দেখিয়ে গিনেস বুকে রেকর্ড গড়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তার অফিস কক্ষে আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা প্রদান করেন।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক তাকে তাকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। এছাড়াও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপহার ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মো. হুসাইন আহম্মেদ, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ। পরে জুবায়ের তার ফুটবল নিয়ে নৈপুণ্য প্রদর্শন করেন।

গত ৩০ জুলাই দুপুরের পর থেকে জুবায়েরের ফুটবল প্রেমের নৈপুণ্য আলোচিত হচ্ছে বিশ্বব্যাপী। কারণ ওই দিন ঝালকাঠি শহরের মসজিদ বাড়ি রোডের বাসিন্দা ঠিকাদার জালাল আহম্মেদের বাড়িতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে চিঠি আসে। সেখানে জালাল আহম্মেদের ছেলে আশিকুর রহমান জুবায়ের বিশ্বজয়ের স্বীকৃতি পায়।

চিঠিতে লেখা নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে ৬৫ বার বল নিক্ষেপ ও ধরে ফেলে বিশ্বরেকর্ড ভেঙেছেন বাংলাদেশের জুবায়ের। সেই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া এবং খবরের শিরোনামে। তারপর থেকেই অভিনন্দন বার্তায় ভাসছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম