Logo
Logo
×

সারাদেশ

ইন্দুরকানীতে চাচার রোপণকৃত গাছ কেটে ফেলেছে ভাতিজা

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১১:৩৪ এএম

ইন্দুরকানীতে চাচার রোপণকৃত গাছ কেটে ফেলেছে ভাতিজা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের একটি পরিবারে ৫টি ফলজ (আমড়া) গাছ ফলসহ কেটে ফেলেছে ভাতিজারা- এ অভিযোগ চাচার।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের একটি পরিবারে ৫টি ফলজ (আমড়া) গাছ ফলসহ কেটে ফেলেছে ভাতিজারা- এ অভিযোগ চাচার। 

ক্ষতিগ্রস্ত গাছের মালিক তোবারেক ফরাজী বলেন, আমার ভাই সুলতান ফরাজী বিদেশ থাকায় জমিজমা আমিই দেখাশুনা করি। আমার বাড়ির সামনে রাস্তায় কয়েকটি ফলজ গাছ আমিই রোপণ করি; যা সরকারি রাস্তার পাশে হওয়ায় আমিই গাছের ফল ভোগ করি। 

জমির সীমানা সংক্রান্ত জের ধরে আমার আপন ভাই সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ,আরিফ মাহমুদ ও তাদের বাড়ির কাজের লোক মনিরের নেতৃত্বে তার দলবল নিয়ে বুধবার ফলজ গাছগুলো আমাকে না জানিয়ে কেটে ফেলেছে। 
ভাতিজা আব্দুল্লাহ আল মাহমুদ ফরাজী বলেন, চাচা তোবারেক ফরাজী আমাদের জমিজমা ও গাছপালাগুলো দীর্ঘদিন যাবত দেখাশুনা করত।
এখন ওই জমি পরিমাপ করে আমরা জমি পাওয়ায় গাছগুলো কেটে ফেলেছি।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম