Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল শিক্ষার্থীরা  

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ০৪:৪৪ পিএম

আশুলিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল শিক্ষার্থীরা  

আশুলিয়ার আমবাগান এলাকায় অসহায় দুঃস্থ পরিবারের সন্তানদের মধ্যে ঈদের পোশাক বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমাজের কর্মহীন ও অসহায় দুঃস্থ পরিবারের শিশুদের মধ্যে ঈদ উপহার পোশাক বিতরণ করেছে কলেজ শিক্ষার্থীদের সংগঠন 'ব্রাদারহুড'।
 
বৃহস্পতিবার বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ১০০ সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে টি-শার্ট ও জামা বিতরণ করে এই সংগঠনটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের সমাজকল্যাণ বিষয়ের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ব্রাদারহুড এতিম তহবিলের ফাউন্ডার ফারদিন মিরাজ, সংগঠনের কো-ফাউন্ডার প্রতীক সামি আহমেদ, আরিয়ান তাহসিন তূর্ণ, রাকিবুল আলম রাকিব, সারাফ শাফিন, জুবায়ের হোসেন পাপ্পু, শান্ত সরকার, শিহাব শাহীন, লিসান আহমেদ প্রমুখ ।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারমিদ মিরাজ বলেন, করোনা মহামারীর দুঃসময়ে আমরা সামাজিক দূরত্বের বৃত্ত তৈরি, জীবাণুনাশক স্প্রে , সচেতনতা বৃদ্ধিতে বাসে মাস্ক, লিফলেট এবং গ্লাভস বিতরণ করেছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অসহায় মানুষের মধ্যে চারবার খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

এছাড়া 'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই' এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলা উত্তরের প্রায় ১০টি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।

আমাদের সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবার ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুঃস্থ শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করছি।এভাবেই ঐক্যবদ্ধভাবে সমাজ এবং দেশের মানুষের মঙ্গলে সর্বদা পাশে থাকতে চান বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম