Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ায় মেঘনা নদীতে কার্গো জাহাজ ডুবি

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১০:১৫ পিএম

হাতিয়ায় মেঘনা নদীতে কার্গো জাহাজ ডুবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কেরিংচর এলাকার মেঘনা নদীতে একটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি কার্গো জাহাজ ডুবির খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থল হাতিয়ার কেরিংচর এলাকার মেঘনা নদীতে দ্রুত পৌঁছে। 

ঘটনার পরপরই মালবাহী কার্গো জাহাজটি তলিয়ে যায়। তবে দুর্ঘটনার শিকার জাহাজের মালিকের সঙ্গে রাত ৮টা পর্যন্ত যোগাযোগ করা যায়নি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ হলে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে। 

তাৎক্ষণিক এ ঘটনায় কাউকে জীবিত উদ্ধার অথবা হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি কোস্টগার্ড কর্মকর্তা। 

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, হাতিয়ার মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ ডুবির খবর পেয়েছি। তবে তিনি এ ঘটনার বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম