
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:০৯ এএম
‘প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন’

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৮:০৯ পিএম

সিরাজগঞ্জ
আরও পড়ুন
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, বন্যা ও করোনাসহ সকল দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছেন। সারা দেশের দুর্গম এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
এছাড়া যমুনা নদী শাসনসহ চরাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর ডেল্টা পরিকল্পনায় বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম হাটাইল ও হাপানিয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসমাগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সচিব কবির বিন আনোয়ার।
এ সময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমদ, চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল মোল্লা, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মজনু মিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি চৌহালীর দক্ষিণাঞ্চলে যমুনার ভাঙনকবলিত এলাকা স্পিডবোটে পরিদর্শন করেন।