Logo
Logo
×

সারাদেশ

করোনা জয় করে কাজে যোগ দিলেন বাঘার ইউএনও

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১০:৩৪ এএম

করোনা জয় করে কাজে যোগ দিলেন বাঘার ইউএনও

নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। ছবি: যুগান্তর

করোনাযুদ্ধে জয়ী হয়ে কাজে যোগ দিয়েছেন রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

জানা যায়, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার গত ৬ জুলাই অফিস চলাকালীন তীব্র জ্বর হয়। সঙ্গে সঙ্গে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়। তার পর করোনা আক্রান্ত সন্দেহ হলে ওই দিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি।

এর পর ১০ জুলাই করোনার পজিটিভ রিপোর্ট আসে। তার পর আবার দ্বিতীয়বার ২৫ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরে ২৮ জুলাই করোনা আক্রান্তের নেগেটিভ রিপোর্ট আসে।

তবে চিকিৎসকের পরামর্শে ও ইউএনও অফিসের নির্দেশনা অনুসারে ২১ দিন আইসোলেশনে থাকার পর করোনাযুদ্ধে জয়ী হয়ে বুধবার নিজ কর্মস্থলে যোগদান করেন তিনি। তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কর্মচারীরা।

এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে করোনামুক্ত থাকতে পরামর্শ দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, মুজিববর্ষে উপজেলা নির্বাহী অফিসের যে অঙ্গীকার ছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সেই লক্ষ্য অনেকটাই এগিয়ে নিয়েছি। আমরা যারা করোনাযুদ্ধে বিজয়ী হয়ে এসেছি, তাদের কাছে আমার আহ্বান– করোনার সময়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেটি সবার সঙ্গে শেয়ার করব।

এ ছাড়া ঘরের বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম