Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

Icon

পটুয়াখালী ও দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৬:৪৬ পিএম

পটুয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধাঘন্টাব্যাপী এ কর্মসূচিতে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টেকনোলজিস্টরা অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে দ্রুত নিয়োগের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধাঘন্টাব্যাপী এ কর্মসূচিতে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টেকনোলজিস্টরা অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি শেষে একই দাবি নিয়ে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট আরিফুর রহমান, জাহিদুল ইসলাম, অলোক দাস, মাসুদ রেজা, আসমা প্রমুখ। বক্তারা এ সময় বলেন, দেশের এই মহামারী পরিস্থিতিতে তারা সরাসরি সরকারি ব্যবস্থাপনার সাথে যুক্ত থেকেও করোনা মোকাবেলায় ভূমিকা পালন করে আসছেন। 
করোনা পরিস্থিতির শুরু থেকে চলমান সময় পর্যন্ত তারা পটুয়াখালী সিভিল সার্জনের নির্দেশ পালন করে আসছেন। 

বক্তারা এ সময় আরো বলেন, মহামান্য রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর আদেশে দেশের অনেক নিয়োগ চূড়ান্ত হয়েছে। অন্যান্য জেলায় বেসরকারি স্বাস্থ্য খাতে একাধিক নিয়োগ হলেও পটুয়াখালীতে এর বাস্তবায়ন হয়নি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম