
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩২ এএম
সোনারগাঁওয়ে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনে এমপি খোকার টিম

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৩:৫৬ পিএম

আরও পড়ুন
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।
মঙ্গলবার গভীর রাতে এ টিমের সদস্যরা উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া হাজী শফিউদ্দিনের লাশ দাফন সম্পন্ন করেন। এ নিয়ে ২৪টি লাশ দাফন সম্পন্ন করলেন এ টিমের সদস্যরা।
মঙ্গলবার রাতে লাশ দাফনের সময় এমপি খোকার স্বেচ্ছাসেবক টিমের লিডার মো. সানাউল্লাহ বেপারির নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. ওমর ফারুক, মো. আলি আকবর, মো. ফয়সাল, মো. গোলজার, মো. মফিজুল ইসলাম, মো. আজিজুল হক, মো. আবু কালাম, মো. রাকিব, মো. জিয়াউল, মো. মহিবুল্লাহ, মো. গাজী মাইনুদ্দিন প্রমুখ।
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত বেকার ও ঘরবন্দি মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত রাখব।
তিনি জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনি নিজ উদ্যোগে একাধিক স্বেচ্ছাসেবক টিম গঠন করেছেন। এসব স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে তিনি রাত-দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন, আক্রান্ত রোগীকে হাসপাতালে প্রেরণ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, আক্রান্ত পরিবার ও লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।