নিজ এলাকায় দাফন হলো না মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের
ডিএনডির ভয়াবহ জলাবদ্ধতা
হোসেন চিশতী সিপলু, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৫:৫১ এএম
সেনাবাহিনীর অতিরিক্ত পাম্প বসানোর পরও গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে ডিএনডির জলাবদ্ধতা আবারও বেড়ে গেছে। এতে ভোগান্তি পোহাচ্ছে ডিএনডিবাসী (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ)।
চলমান এই পরিস্থিতিতে মৃত্যুর পর নিজ বাড়িতে গোসল ও দাফন কিছুই হলো না হাজী ওমর ফারুক নামে এক সমাজসেবকের। এমনকি নিজ গ্রামে লাশে দাফনও করা হয়নি।
কেননা তার বাড়ি ডিএনডির নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায়। যেখানে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে।
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজী ওমর ফারুক। ওমর ফারুক নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের গোদনাইল দক্ষিণ কদমতলী এলাকার নয়াপাড়া বায়তুল সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক ছিলেন।
এ নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়ে নাসিকের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা সোমবার রাতে তার ফেসবুক ওয়ালে লেখেন– এটি খুবই দুঃখের বিষয়, ডিএনডির জলাবদ্ধতা ওই এলাকায় তীব্র আকার ধারণ করায় মৃতের লাশ নিজ বাড়িতে গোসল ও দাফন করাতে পারেনি।
পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় তার স্ত্রী এবং স্বজনরাও অন্যের বাড়িতে বসে শোক পালন করছেন।
হাজী ওমর ফারুকের গোসল ও দাফনে ছিল নাসিক ৭নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনার গঠিত স্বেচ্ছাসেবক টিম।
স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা ফারুকের গোসল, কাফন পরানো এবং দাফনসহ সব কার্যক্রম সম্পন্ন করেন। দিনা বলেন, নাসিক ৭ ও ৮নং ওয়ার্ডে এ নিয়ে তিনজনের মৃতদেহ দাফনের কার্যক্রম সম্পন্ন করেন।