Logo
Logo
×

সারাদেশ

মাদারীপুরে মাইক্রোচাপায় বেয়াই-বেয়াইন নিহত

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৮:৩৯ এএম

মাদারীপুরে মাইক্রোচাপায় বেয়াই-বেয়াইন নিহত

ছবি: যুগান্তর

মাদারীপুরের শিবচর উপজেলায় মাইক্রোবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী বেয়াই ও বেয়াইন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে জাজিরা উপজেলার নাওডোবা ও শিবচরের কাঁঠালবাড়ি সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠু (২০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের করিম হাওলাদারের কান্দি গ্রামের আয়নাল মাদবরের ছেলে ও নূপুর (১৮) একই এলাকার সোবহান হাওলাদারের মেয়ে। তারা সম্পর্কে বেয়াই ও বেয়াইন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকালে নূপুরকে চিকিৎসক দেখাতে তার বাবা সোবহান হাওলাদার পার্শ্ববর্তী মুন্সীর বাজারে যান। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী তাদের আত্মীয় মিঠুর সঙ্গে দেখা হয়। তিনি নূপুরকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে না গিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশে পদ্মা সেতুর টোল প্লাজার দিকে রওনা হন।

পরে ঢাকা-খুলনা মহাসড়কে জাজিরা উপজেলার নাওডোবা ও শিবচরের কাঁঠালবাড়ি সীমানা এলাকায় ওই মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেয়াই মিঠুর মৃত্যু হয়।

পরে এলাকাবাসী নূপুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নেয়। অবস্থার গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে নূপুরের মৃত্যু হয়।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ওসি ওহিদুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম