Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে ডাকাতের হামলায় মাছ ব্যবসায়ী নিহত

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৯:২৯ পিএম

ধামরাইয়ে ডাকাতের হামলায় মাছ ব্যবসায়ী নিহত

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের ছুরিকাঘাতে কালিদাস বর্মণ (৬২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

এতে গুরুতর জখম হয়েছেন আরও দুই মাছ ব্যবসায়ী। তাদের অবস্থাও আশংকাজনক। ডাকাতরা লুট করে নিয়েছে মাছ ব্যবসায়ীদের কয়েক লাখ টাকা। মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের খাতরা-কচমচ এলাকায় মাছ ব্যবসায়ীদের একটি পিকআপ ভ্যানে ডাকাতদের হামলায় এ ঘটনা ঘটে।

নিহত কালিদাস সাভারের আশুলিয়া থানার চাকল গ্রামের রোহিনী বর্মণের ছেলে। পুলিশ ডাকাতের হাতে খুন হওয়া ওই মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় ডাকাতিসহ একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এ হত্যাকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ (অপরাধ) মো. সাইদুর রহমান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, অতি দ্রুত ডাকাতদের গ্রেফতার করা হবে।

ডাকাতদের এ হামলার ঘটনায় তাসিকুল ইসলাম (৫৫) ও পারু রাজবংশী (৬৫) নামে আরও দুই মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাসিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম