Logo
Logo
×

সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গণধোলাই

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৭:৪৫ এএম

ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গণধোলাই

নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার রাত পৌনে ২টায় নাসিক ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলার বাংলালিংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- পূর্ব রামপুরা মোল্লাবাড়ির জাহাঙ্গীরের ছেলে আবু কাশেম তুষার (২৪), ১০৮ নং মধ্যবাড্ডা পোস্ট অফিস গলির বেপারী টাওয়ারের আব্দুর রহমানের ছেলে মিজান (২৮), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার শিমপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল (২৫) ও কুমিল্লা জেলার হোমনা থানার ফতেরকান্দি এলাকার মনিরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৩০)।

এ সময় তাদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, কাঠের বাটযুক্ত ১টি দা, ৩টি লোহার রড ও ১টি শাবল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওরা চারজন সোমবার রাত ২টার দিকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-০০৬২) নিয়ে ডাকাতির উদ্দ্যশে দক্ষিণ লক্ষণখোলায় বাংলালিংক টাওয়ারের সামনে অবস্থান করছিল। ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সন্দেহে স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়।

খবর পেয়ে মোবাইল ডিউটিরত এসআই মোহাম্মদ ফয়েজ হোসেনসহ পুলিশটিম ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের গ্রেফতার করে। কিছুটা আহত হওয়ার কারণে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে, তদন্ত চলছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম