Logo
Logo
×

সারাদেশ

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত 

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১১:৪৪ পিএম

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত 

করোনার কারণে দেশের ঐতিহাসিক ঈদগাহ ময়দান শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতের পর এবার ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হচ্ছে না। 

কিশোরগঞ্জ কালেক্টরেট ভবনে ১৯৩তম ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে সোমবার সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ঈদ উদযাপন প্রস্তুতি কমিটির সভাপতি  কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।     

এর আগে  করোনা প্রাদুর্ভাবের কারণে এর আগে এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানও বন্ধ ঘোষণা করা জেলা করোনা প্রতিরোধ এবং ঈদ ঈৎসব উদযাপন কমিটি।    

জানা গেছে, কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর তীরে দুইশত বছরের পুরনো ও ঐতিহ্যবাহী এ ঈদগাহ ময়দানে প্রতি বছর দেশ বিদেশের তিন লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লী ঈদের জামাত আদায় করে আসছিলেন। এক সময় এ ঈদগাহ ময়দানটি দেশ এমনকি উপ-মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতের খ্যাতি অর্জন করে।          

২০১৬ সালের ৭ জুলাই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য, এক প্রতিবেশী নারী এবং এক জঙ্গিসহ চারজন নিহত ও পুলিশসহ ১৬ মুসুল্লি হতাহতের নিষ্ঠুর ঘটনা ঘটে। কিন্তু; তারপরও ভাটা পড়েনি এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানের ঈদের জামাতে মুসল্লীদের সমাগমে। 

তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের সোশ্যাল ট্রান্সমিশন আতঙ্ক রুখে দেয় ঈদ জামাত আয়োজনকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম