Logo
Logo
×

সারাদেশ

সিটি কর্পোরেশনের সাইনবোর্ড সরিয়ে সিলেটে কামরান চত্বর ঘোষণা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১১:২৬ পিএম

সিটি কর্পোরেশনের সাইনবোর্ড সরিয়ে সিলেটে কামরান চত্বর ঘোষণা

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) তথা নগর ভবনের সামনের পয়েন্টকে রোববার সন্ধ্যায় `নগর চত্বর’ হিসেবে উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। যে চত্বরটি এতদিন `সিটি পয়েন্ট’ নামে পরিচিত ছিল। কিন্তু সোমবার সেই চত্বরের সাইনবোর্ড খুলে `কামরান চত্বর’ নামের সাইনবোর্ড লাগিয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মিছিলসহকারে এসে রোববার উদ্বোধন হওয়া `নগর চত্বর’ সাইনবোর্ড খুলে কামরান চত্বর’ লেখা নতুন সাইনবোর্ড লাগিয়ে দেন।

এ সময় মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম রশীদ আহমদ, গোলাম হাছান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াসি দিনার, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী ও সাইফুল আহমদ ছফু প্রমুখ।

এ সময় কাউন্সিলর আজাদ বলেন, বদর উদ্দিন আহমদ কামরান দীর্ঘ ৩৩ বছর এই নগরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন। সিলেটের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় পাশে থেকেছেন। তার নামে এই চত্বরের নামকরণ সিলেটবাসীর প্রাণের দাবি। মঙ্গলবার সিটি কর্পোরেশনের মাসিক সভা আছে। এই সভায় আমরা এই চত্বরের নাম চূড়ান্তভাবে কামরান চত্বর করার প্রস্তাব রাখব।

বক্তব্যকালে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা বলেন, রোববার সন্ধ্যায় চুপিসারে সিটি পয়েন্টকে নগর চত্বর’ নামে উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এই পয়েন্টকে কামরান চত্বর’ হিসেবে নামকরণের দাবি ছিল সিলেটবাসীর। কিন্তু মেয়র নগরবাসীর সেই প্রাণের দাবিকে গুরুত্ব দেননি। তাই আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে এ চত্বরের নাম বদলে কামরান চত্বর’ নামের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি।

তারা বলেন, আর যদি এর নাম পরিবর্তনের চেষ্টা করা হয় তবে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় নবনির্মিত নগর চত্বর অবকাঠামো উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, সহকারী প্রকৌশলী শামসুল হক, ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সিলেট রিজিওনাল হেড আমিনুল হক, ডিজাইন আর্টিস্টির ব্যবস্থাপনা পরিচালক আজহার উদ্দিন কাওসার, সিইও মো. ইসহাক রাজি শাহনেওয়াজ, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মাশরুর প্রমুখ।

এই স্থাপনা নির্মাণে অর্থায়ন করেছে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ডিজাইন আর্টিস্টি।

এদিকে সিলেটে ব্যাপক জনপ্রিয় কামরানের মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখার বিষয়ে জোরালো দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষও সেই দাবিতে শামিল হন। সবার দাবির সাথে দ্বিমত করেননি বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও। কামরানের স্মৃতি ধরে রাখতে কিছু একটা করা হবে বলে জানিয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে দল-মত নির্বিশেষ সকলের প্রত্যাশা ছিল- সিটি পয়েন্টকে উদ্বোধনের সময় কামরান চত্বর’ হিসেবে ঘোষণা দিবেন আরিফ। কিন্তু রোববার সন্ধ্যায় সে আশার গুড়ে যেন বালি ঢেলে দিলেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।

এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম