
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম
বানের পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৮:১৮ এএম

ফাইল ছবি
আরও পড়ুন
নওগাঁর আত্রাই উপজেলায় বন্যার পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুঁটকিগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই বোনের নাম হালিমা ও হাবিবা। তাদের বয়স দুই বছর। তারা ওই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, এলাকায় বানের পানি মোতাহার হোসেনের বাড়ির উঠানের নিচ পর্যন্ত এসেছে। দুই বোন হালিমা ও হাবিবা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল।
সবার অজান্তে খেলার একপর্যায়ে তারা বাড়ির উঠানের নিচে গিয়ে বন্যার পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায় ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে মৃতদেহ উদ্ধার করে।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, খেলার একপর্যায়ে যমজ দুই শিশু পানিতে পড়ে গিয়ে মারা যায়। পরে পরিবারের সদস্যরা দুই বোনের মৃতদেহ উদ্ধার করে।
তিনি এ বন্যার সময় পরিবারের ছোট সদস্যদের (শিশু) নিরাপদ রাখতে নজরদারি বাড়ানোর অনুরোধ করেন।