Logo
Logo
×

সারাদেশ

পাবনায় মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৯:৫৩ পিএম

পাবনায় মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

পাবনায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে রিপন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন জেলার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনাগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠতে গিয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী রিপন নিহত হন। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম