শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি শাহীন চাকলাদারের শ্রদ্ধা
যশোর ব্যুরো
প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১০:৪৮ পিএম
যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।
শপথ গ্রহণ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার।
এ সময় উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএম মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচএম আমির হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জিলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে দলীয় নেতাকর্মীরা নবাগত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে সবাইকে মিষ্টিমুখ করান।
গত ১৪ জুলাই যশোর-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ২ হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান ১ হাজার ৬৭৮ ভোট পান।
যশোর-৬ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।