Logo
Logo
×

সারাদেশ

ঢাকা থেকে ৪ জঙ্গিকে আটক করেছে বরিশাল র‌্যাব

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১০:৪৫ পিএম

ঢাকা থেকে ৪ জঙ্গিকে আটক করেছে বরিশাল র‌্যাব

নিষিদ্ধ সংগঠন জেএমবির সক্রিয় ৪ সদস্যকে ঢাকার মোহম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের জিহাদুল ইসলাম (২৫), নরসিংদী জেলার সদর উপজেলার দিলারপুর গ্রামের রাফি আহমেদ ভুঁইয়া (২৬), পাবনার ঈশ্বরদী উপজেলার দিঘা গ্রামের মো. আল আমিন (২২) ও নোয়াখালী জেলার সদর উপজেলার মাদারতলী গ্রামের আকবর হোসেন হৃদয় (২৩)। গ্রেফতারকৃতরা সবাই ঢাকায় বসবাস করত।

র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিহাদুল ইসলাম ও আল আমিন একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা এবং রাফি আহমেদ মোটরসাইকেল রাইড শেয়ারে কাজ করত। এ পেশার আড়ালে তারা জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করত। সংগঠনের দাওয়াতি কার্যক্রম, গোপন মিটিং, লিফলেট বিতরণ ও অনলাইন প্লাটফরমে সংগঠনের জন্য কর্মী সংগ্রহ করত তারা।

গ্রেফতারের পর তারা জেএমবির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম