Logo
Logo
×

সারাদেশ

সবজিবোঝাই ট্রাকে মিলল ১০টি পিস্তল

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১০:৪৪ পিএম

সবজিবোঝাই ট্রাকে মিলল ১০টি পিস্তল

বগুড়ায় চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা বুধবার বিকালে কাহালুর ভাগদুবরা এলাকায় একটি সবজিবোঝাই ট্রাক থেকে ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এ সময় অস্ত্র ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (এসপি) জয়নুল আবেদীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিনজন হল ট্রাকচালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাবু মণ্ডলের ছেলে কাবিল হোসেন (৩২), হেলপার নওগাঁর বদলগাছি উপজেলার কার্তিকাহা গ্রামের আজিজুল হকের ছেলে সেভেন হোসেন (২৮) ও অস্ত্র ব্যবসায়ী জয়পুরহাট সদরের ভাতশা মালীপাড়ার রফিকুল ইসলামের ছেলে মো. ছোটন (২৪)।

বগুড়ার চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর সন্তু বিশ্বাস ও অন্য কর্মকর্তারা জানান, বুধবার বিকাল ৪টার দিকে গোপনে খবর পেয়ে কাহালু উপজেলার ভাগদুবরা এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে একটি সবজিবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে একটি ট্রাভেল ব্যাগ ও জুতার বাক্সে ৭.৬৫ ক্যালিবারের বিদেশি ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এ সময় ট্রাকে থাকা অস্ত্র ব্যবসায়ী ছোটন এবং ট্রাকচালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়। ট্রাকটি নওগাঁর বদলগাছি থেকে ঢাকা যাচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন জানায়, সে ঢাকা যাওয়ার জন্য দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম থেকে ওই ট্রাকে ওঠেন। এ সময় এক ব্যক্তি ট্রাভেল ব্যাগটি তাকে দিয়ে বলেন, গাজীপুরে এক ব্যক্তি এটি তার কাছ থেকে নিবেন।

সন্ধ্যায় পুলিশ কর্মকর্তারা জানান, অস্ত্র ও মাদকের উৎস পেতে গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া এ ব্যাপারে কাহালু থানায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম