ফরিদপুরে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৯:৩৩ পিএম

ফরিদপুর পৌরসভার বর্ধিত ও নবগঠিত ২৫নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
ফরিদপুর পৌরসভার বর্ধিত ও নবগঠিত ২৫নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। বুধবার দুপুরে মেয়র নিজ হাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাজনডাঙ্গা, সাদিপুর ও গুচ্ছগ্রাম এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, নগদ ৫শ' টাকা ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন।
মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, পৌর এলাকার মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেককেই পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হবে। তিনি যে কোনো সমস্যায় মেয়রের সাথে যোগাযোগ করতেও অনুরোধ জানান।
ত্রাণ বিতরণকালে পৌর সচিব তানজিলুর রহমান মিলন, অ্যাকাউন্টস অফিসার ফজলুল করিম আলাল, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বাদল, সৈয়দ মো. আশরাফ, বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামানসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে বন্যার্ত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাবির শফি দিনার। বুধবার দুপুর ১২টায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া বন্যার্ত অসহায় ছয়শ' মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস।
এ সময় উপস্থিত ছিলেন- আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস, সাবেক শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুদ, থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন মোল্যা রিংকু প্রমুখ।