Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে বন্যায় নতুন করে শতাধিক গ্রাম প্লাবিত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৮:৩২ পিএম

কুড়িগ্রামে বন্যায় নতুন করে শতাধিক গ্রাম প্লাবিত

উজানের ঢল আর ভারি বর্ষণের কারণে কুড়িগ্রামে নদ-নদীর পানি আবারও বাড়ছে। পানি বেড়ে ধরলার পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে প্লাবিত হয়েছে নতুন করে শতাধিক গ্রাম। এতে দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে বানভাসি মানুষের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ধরলায় ৩৩, তিস্তায় ৩৫ ও ব্রহ্মপুত্রে ১১ সেন্টিমিটার পানি বেড়েছে। দ্রুত পানি বাড়ায় এই তিন নদ-নদীর অববাহিকার শতাধিক চর-গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

তিনি জানান, সদর উপজেলার সারডোবে পরিত্যক্ত বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্রবল স্রোতে ৪০টি পরিবারের ভিটেমাটি নিশ্চিহ্ন হয়ে গেছে। রাস্তার উপর আশ্রয় নিয়েছে গৃহহীন মানুষ। তিস্তার ভাঙনে ঝুঁকিতে পড়েছে গাবুরহেলান স্পারটি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম