
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম
নাটোরে গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৫:৫৬ পিএম

আরও পড়ুন
নাটোরের বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুস সামাদ নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহীর মহানগর ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আব্দুস সামাদ উপজেলার দোবিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি একই উপজেলার দোবিলা গ্রামের মৃত সবের মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১২ জুলাই সকালে শিক্ষক আব্দুস সামাদ বাড়ির পাশের নিজেদের একটি আম গাছে উঠে আম পাড়ছিলেন। শেষের দিকে মগডালের একটি আম পাড়তে গিয়ে বৃষ্টিতে ভেজা গাছে পা পিছলে মাটিতে পড়ে যান। এতে মেরুদন্ডের হাড় ভেঙে তিনি গুরুতর আহত হন।
ওই দিনই স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তিন দিন আগে সেখান থেকে নিয়ে স্বজনরা আব্দুস সামাদকে রাজশাহী মহানগর ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার মেরুদন্ডের অপারেশন করা হয়। এরপর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।