Logo
Logo
×

সারাদেশ

মালয়েশিয়ায় মাটিচাপায় বাংলাদেশির মৃত্যু

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০৫ এএম

মালয়েশিয়ায় মাটিচাপায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির মধ্যে পানির লাইনে কাজ করতে গিয়ে মাধবপুরের সুবান মিয়া (৪০) নামে এক শ্রমিক মাটিচাপায় মারা গেছেন। 

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে গত ১৮ জুলাই সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুবান উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুল মন্নাফের ছেলে। 

সুবানের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। বৃদ্ধা মা, সন্তান ও স্ত্রীর আহাজারি থামছে না।


বছর দুয়েক আগে আর্থিক দৈন্যতা দূর করতে জায়গা-জমি বিক্রি করে সুবান পাড়ি জমান মালয়েশিয়ায়। যখন সংসারে কিছু সচ্ছলতা দেখা দেয়, তখনই সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি মারা গেল। 


বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে কয়েক মাস বেকার থাকার পর কিছু দিন আগে কাজে যোগ দেন। গত ১৮ জুলাই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পানির লাইনের কাজ করতে যায়। 


হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই পানির লাইনের পাইপে জোড়া লাগানোর সময় ওপর থেকে মাটি ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়। 

তার বৃদ্ধ মা আবেদা খাতুন শেষবারের মতো ছেলের মুখ দেখতে আহাজারি করছেন। সরকারের কাছে পরিবারের দাবি, ছেলের লাশটা যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম